Agaminews
Dr. Neem Hakim

বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০১৯, ৬:২২ পূর্বাহ্ণ / ৬৭২
বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল পৌনে আটটার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের আহসান মণ্ডলের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়বুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান না‌মের মাই‌ক্রোবা‌সের এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছে চারজন। এরা সবাই মাই‌ক্রোবা‌সের যাত্রী। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর