Agaminews
Dr. Neem Hakim

মুখোশ পরে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০১৯, ৯:২০ পূর্বাহ্ণ / ৬২৩
মুখোশ পরে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

অনুষ্ঠান শুরু আগে সোমবার সকাল সোয়া ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হামলা ও ভাঙচুরের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও মুক্তিযোদ্ধারা।

জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম জানান, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা হলো রাজাকার। প্রশাসনের কাছে আমাদের দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর