ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণের দিকে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী কড়া নাড়ছে। মুজিববর্ষের নানা আয়োজনের ভিড়েই আসছে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগমনী উৎসব।
এ উৎসবের আগে প্রতিবারের ধারাবাহিকতায় এবারো ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘সাহসের জয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সময়ের দুর্লভ ছবি ও সংবাদপত্র।
প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবারের আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু কর্নার ও সংবাদপত্রে মুক্তিযুদ্ধ নামের ৩টি কর্নারে মোট ৩ শতাধিক ছবি স্থান পাবে। মুক্তিযুদ্ধ কর্নারে স্থান পাবে পলাশী থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সময়ের বিভিন্ন ঘটনার ছবি। ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ কর্নারে স্থান পাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ।
‘বঙ্গবন্ধু কর্নার’ -এ স্থান থাকবে মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরিতে বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র।
আপনার মতামত লিখুন :