নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, পূর্বধলা প্রেসক্লাব, পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব পূ্র্বধলা, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি, পূর্বধলা উচ্চ বিদ্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, জাতীয় মহিলা সংস্থা, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারী-প্রাথমিক শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ, আমানুর রশিদ খান জুয়েল, এপি ওয়ার্ল্ড ভিশন, রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরের মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টা থেকে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির ও বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বিশেষ করে বিজয় শোভাযাত্রা, ফুটবল টুর্নামেন্ট, সাঁতার প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় আলোকসজ্জা ও মুক্তিযোদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে রাতে বাংলাদেশের উন্নয়ন নিয়ে “স্মার্ট বাংলাদেশ” নামে একটি নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।’
আপনার মতামত লিখুন :