নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশনায় ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের পরামর্শক্রমে এ ত্রাণ বিতরণ করা হয।
ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব গত বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত তহবিল থেকে সদর ইউনিয়নের তারাকান্দা,ডোবাডহর, কান্দাপাড়া, পূর্বধলা বাজারের একাংশ, চৌরাস্তা, নারায়নডহর ও ত্রিমোহনীগ্রামে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা ও পূর্বধলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ।
সাবেক ছাত্র নেতা রাজিব জানান, আমার এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।এসময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
আপনার মতামত লিখুন :