“দুর্যোগ ঝঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেশসই উন্নয়নে আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার।
অন্যানের বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী প্রমুখ।
আপনার মতামত লিখুন :