Agaminews
Dr. Neem Hakim

পূর্বধলায় সোলার প্যানেল বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ২:৪৬ অপরাহ্ণ / ৭৩৯
পূর্বধলায় সোলার প্যানেল বিতরণ

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’। ‘উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে সোলার প্যানেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন,নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিমা আক্তার বিরোহী, হোসনেআরা বেগম লুৎফা প্রমুখ।
এ সময় উপজেলার ১১ টি ইউনিয়নে কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় ৭ শত ৭৮টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর