কলমাকান্দায় সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে স্বারক লিপি প্রদান
admin
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০১৯, ১২:৫৫ অপরাহ্ণ /
৬৮২
নেত্রকোণার কলমাকান্দায় সাব-রেজিস্ট্রার এর অপসারণ চেয়ে স্বারক লিপি প্রদান করেছেন – দলিল লেখক ও ভেন্ডার সমিতি। এতে ৪০ জনের স্বাক্ষর রয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় সেচ্ছাচারিতা ও অশালীন আচরণের প্রতিবাদে কলমাকান্দায় নিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. রহমত উল্লাহ লতিফ এর দ্রুত অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মহা পরিদর্শক নিবন্ধন বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন – উপজেলার দলিল লিখক ও ভেন্ডার সমিতি।
এসময় উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি আকতার হোসেন ও সম্পাদক গোপাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, ভেন্ডার সমিতির নেতা গৌরাঙ্গ চন্দ্র দাস, আব্দুর রশিদ আকন্দসহ ২৫ জন দলিল লিখক ও ভেন্ডার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি স্বারক লিপি পেয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে – গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে কলমাকান্দায় সাব- রেজিস্ট্রার মো. রহমত উল্লাহ লতিফের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে যাচ্ছেন দলিল লেখক ও ভেন্ডার সমিতি । এতে করে উপজেলার ওই কার্যালয়ে সেবা নিতে আসা ভোগান্তিতে পড়েছেন এলাকার জনগন। এতে অপরদিকে সরকার রাজস্ব হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার।
আপনার মতামত লিখুন :