নেত্রকোনার মদন উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন জমে উঠেছে। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন জমা ও বাছাইয়ে দুই প্রার্থীর বৈধতা পেয়েছে বলে নির্বাচন কমিটির আহবায়ক সাবেক প্রধান শিক্ষক আবু হান্নান তালুকদার জানান।
সভাপতি পদে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন ও পদমশ্রী এ ইউ খান একাডেমির প্রধান শিক্ষক সমির কুমার দাস। অপর দিকে সাধারণ সম্পাদক পদে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও কেশজানি বিদ্যা নিকেতনের সিনিয়র সহকারি শিক্ষক পরিমল চন্দ্র সরকার প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীতা বৈধ ঘোষণা হওয়ায় ভোটারদেও কদর বেড়েছে।
তারা ওই দিন থেকেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। আগামী ২৯ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২১ জন ভোটার ভোট দেবেন।
আপনার মতামত লিখুন :