নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশনায় ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের পরামর্শক্রমে এ ত্রাণ বিতরণ করা হয।
ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব গত বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত তহবিল থেকে সদর ইউনিয়নের তারাকান্দা,ডোবাডহর, কান্দাপাড়া, পূর্বধলা বাজারের একাংশ, চৌরাস্তা, নারায়নডহর ও ত্রিমোহনীগ্রামে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা ও পূর্বধলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ।
সাবেক ছাত্র নেতা রাজিব জানান, আমার এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।এসময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।